পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা ঘর কুপিয়ে গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।
জানা যায়, সিদ্দিকনগর গ্রামের আজাহার আলীর ছেলে আলাউদ্দিন অন্যান্য দিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ঘরের টিনের বেড়া কুপিয়ে ও কেচিগেট ধাক্কাধাক্কি করে অশালীন ভাষায় গালাগাল করে। এ সময় আলাউদ্দিন মোবাইল ফোনে স্থানীয়দের ডাকাডাকি করেন। স্থানীয়দের এগিয়ে আসতে দেখে কেচিগেটের পাশে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা চলে যায়।
সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন যুবলীগ নেতা আলাউদ্দিন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যারাই এ ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।