FaceBook twitter Google plus utube RSS Feed
  

৯ সেপ্টেম্বর, ২০১৭ - ১:১৪ অপরাহ্ণ

নিখোঁজের ১০ দিন পর গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার

বগুড়া

x

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ১০ দিন পর এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম শিউলি খাতুন, বয়স ৩৫ বছর।
শনিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী পাইকাড় জানান, ৩০ আগস্ট সকালের দিকে মাছ ধোয়ার জন্য নদীর ঘাটে যান শিউলি খাতুন। এসময় অসাবধানতা বসত পা ফসকে নদীর পানিতে পড়ে যান তিনি। এরপর পানির প্রবল স্রোতে ভাটির দিকে ভেসে যায় শিউলি খাতুন।

ওই দিন নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন ফায়ার সার্ভিস কর্মীরা। এক পর্যায়ে শনিবার সকালে জয়শিং ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার ভাটির দিকে নিমগাছি গ্রামে নদীর তীর থেকে শিউলি খাতুনের লাশ উদ্ধার করেন তার স্বজনরা।

শিউলি খাতুন উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামের ওমর আলীর স্ত্রী।

print