FaceBook twitter Google plus utube RSS Feed
  

১৪ সেপ্টেম্বর, ২০১৭ - ৪:১৪ অপরাহ্ণ

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু কাল

82951_du

x

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী কাল। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এই ভর্তিযুদ্ধ। প্রথম পরীক্ষা হিসেবে ব্যাবসায়ে শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিবে ২৯ হাজার ৩১১জন শিক্ষার্থী।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। আজ বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ তিনি এই সহযোগিতা চান। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন। ভিসি বলেন, পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায়- এধরণের ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি পরীক্ষায় কোন প্রকার জালিয়াতি, অসদুপায় ও অনিয়ম বরদাশত করা হবেনা। অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমান আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

print