নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে হাবিবুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্টপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে টুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ডিএমপি’র কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুক আগামী ২ অক্টোবর অবসরে যাবেন। এর পরেই ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন হাবিবুর রহমান।