কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামিয়া খাতুন (১১)নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। পাকুন্দিয়া থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হিজলীয়া এলাকা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সামিয়া খাতুন হিজলীয়া গ্রামের এখলাছ উদ্দিনের মেয়ে ও স্থানীয় আবদুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।