কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের বাজিতপুরে টাকার জন্য বাবাকে খুন করে ছেলে। নিহত কৃষক নিবু মিয়া হত্যার রহস্য উৎঘাটন করে অজ্ঞতানামা আসামিদের সনাক্ত পূর্বক গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ২৬ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং আয়োজন করে জেলা পুলিশ সুপার।
প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী লিখিত বক্তব্য বলেন, কৃষক নিবু মিয়ার হত্যাকান্ডের ঘটনার সাথে নিহত কৃষক নিবু মিয়ার ছোট ছেলে সোহেল সহ আরও তিন জন মোঃ বাবুল মিয়া (৩২) মোঃ সোহেল মিয়া (২৪) মোঃ নজরুল ইসলাম (৪৫) মোঃ সুমন মিয়া (২৬) জড়িত ছিল। পরে এ ঘটনায় তাদের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তিতে তারা ঘটনা সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে। তিনি আরও বলেন, নিহতের ছোট ছেলে সোহেল মিয়া প্রায়ই তার বাবার কাছে টাকা দাবী করে আসতো। ঘটনার দিন সোহেল মিয়া তার বাবা কাছে থাকা সত্তোরহাজার টাকা ছিনিয়ে নিতে গিয়ে নিহত নিবু মিয়ার হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশে ধান ক্ষেত সংলগ্ন একটি ড্রেনে ছুড়িকাঘাতে তাকে হত্যা করে। এ হত্যাকান্ডটি পরিকল্পিত বলে জানান জেলা পুলিশ সুপার। এ হত্যাকান্ডের ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২০অক্টোবর দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশের ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা গলাকাটা অবস্থায় কৃষক নিবু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন তার অন্য ছেলে আব্দুর রহমান হৃদয় বাদি হয়ে বাজিতপুর থানায় (মামলা নং-১৬) একটি হত্যা মামলা দায়ের করে।