কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জে বাংলাদেশের কম্পট্রেলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ ১২ মে সোমবার সকালে ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যাস অফিসের বারান্দায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যাস অফিসার এ কার্যাল কিশোরগঞ্জ কর্তৃক চারদিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মো. আতাউর রহমান (ডিএএফও) এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও সভায় জেলা ও সদর উপজেলার সকল কর্মকর্তা ও কর্মমচারীগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


















