কিশোরগঞ্জ প্রতিনিধি.
ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের রোষানলে নির্বাসিত সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান দীর্ঘ ৮ বছর পর নিজ এলাকায় আগমন উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) সকালে করিমগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানে ড. এম ওসমান ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম, ইসমাইল হোসেন মধু, এডভোকেট জালাল মোহাম্মদ গাউস, যুগ্ম সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (ভিপি সুমন), জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বক্তব্য রাখেন।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্ব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির চেয়ারম্যান অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোশাররফ হোসেন, সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব মিহাদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব রাকিব আখুঞ্জিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।