বিনোদন প্রতিবেদক.
এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী স্বাধীন বাবু গাইলেন কবিও গীতিকার অ্যাডঃ জি এম মুছা’র “পোড়া চোখ ” গানটির সুরও মিউজিক কম্পোজিশন ভিডিও নির্মাণ করেছেন স্বাধীন বাবু,গানটি লিপপাট ভিডিও নির্মাণ করেছেন
গানটি নিয়ে শিল্পী সুরকার কম্পোজার স্বাধীন বাবু বলেন,কবি গীতিকার অ্যাডঃ জি এম মুছা,কে আমি কবি হিসেবে চিনি,তবে তিনি হঠাৎ এভাবে এমন একটি সুন্দর গান লিখে সকলকে চমকে দেবেন তা স্বপ্নে ভাবতে পারেনি,গানে কথা গুলো এত চমৎকার,গান শুনে আপনারা ভাবতেই পারবেন না কবি গীতিকার এডভোকেট জিএম মুছা গান লিখতে পারেন তিনি, আমার বিশ্বাস এটি তার প্রথম গান, গানটি রেকর্ড হয়েছে মগবাজার এ আর স্টুডিওতে,গানটি রিলিজ হতে চলেছে বাংলাদেশের প্রথম সারির একটি ইউটিউব চ্যানেল থেকে।
গানটি কে ঘিরে কবি গীতিকার অ্যাডভোকেট, জি এম মুছা তার গান সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে বলেন,আসলে কবিতা লিখতে লিখতে গান লেখার চর্চার শুরু করে দেই, একপর্যায়ে শখের বসে অনেকগুলি গান লিখেছি, আসলে আমার “পোড়া চোখ” গানটি গানটি যে এত সুন্দর ভাবে সুরকারের সুর ও কন্ঠে প্রান ফিরে পাবে পাবে, আমি ভাবিনি, আমি নিয়মিত গান লেখার চর্চা ও গান লিখে যাচ্ছি । পরবর্তীতে আস্তে ধীরে সেই সব গানগুলি প্রকাশ করার ইচ্ছা ও পোষণ করছি।
এই প্রজন্মের একজন তরুন সুরকার ও কণ্ঠশিল্পী হিসাবে স্বাধীন বাবুর সুর কন্ঠে গানটি সকল শ্রেণীর শ্রোতাদের হৃদয় মন জয় করে একটি সাড়া ফেলবে বলে আমার মনে হয়েছে,
শিল্পীও সুরকার স্বাধীন বাবুর প্রতি আমার অকৃত্রিম স্নেহ ভালবাসা নিরন্তর।