FaceBook twitter Google plus utube RSS Feed
  

২৯ জুন, ২০১৭ - ৫:৫০ অপরাহ্ণ

এবার বিরাটদের কোচের জন্য আবেদন ভেঙ্কটেশ প্রসাদের

venkatesh_pras

x

খেলাধুলা ডেস্ক
অনিল কুম্বলের পদত্যাগের পর বিরাটদের প্রধান কোচের জন্য নতুন করে আবেদন চেয়ে পাঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আবেদনের সেই সময়সীমা বাড়িয়ে ৯ জুলাই করা হয়। রবি শাস্ত্রী’র পর এবার কোহলিদের প্রধান কোচ হতে চেয়ে বোর্ডের কাছে আবেদন করলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ ভেঙ্কটেশ প্রসাদ।

অতীতে ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন সাবেক এই ফাস্ট বোলার। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার কোচিংয়েই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতেছিল ধোনিরা। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের ভূমিকায় কাজ করেছেন তিনি। এই মুহূর্তে ভারতীয় যুব দলের নির্বাচকের পদে আছেন তিনি। সেপ্টেম্বরেই এই পদে তার তিন বছরের মেয়াদ শেষ হতে চলেছে। ভারতীয় দলের জার্সি গায়ে ৩৩ টি টেস্ট ও ১৬১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ভেঙ্কটেশ প্রসাদ।

print