কিশোরগঞ্জ প্রতিনিধি.
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের প্রাণ কেন্দ্র বেলীফুল চাইনিজ রেস্টুরেন্টে ইয়ামাহা রাইডার্স ক্লাব এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা রইডার্স ক্লাব কিশোরগঞ্জ সদস্যবৃন্দ, এসিআই মটোরস(ইয়ামাহা)’র কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অন্যান্য বাইকিং কমিনিটির সদস্যরা।

ইয়ামাহা রাইডারস ক্লাব এডমিন (কমিউনিকেশন) কিশোরগঞ্জ, মো. মামুন আহম্মেদ তাদের সকল মেম্বাদের মাঝে সুষ্ঠযোগাযোগ স্থাপন এবং একত্রীকরণের জন্য কিছু মন্তব্য সবার মাঝে ভাগাভাগি করেন নেন।


তিনি এই রাইডারস ক্লাবের দীর্ঘায়ু কামনা করেন এবং সকলের কাছে ভবিষ্যৎ পদক্ষেপের জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বাইকাদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য কিছু টিপস শেয়ার করেন এবং তিনি বাইক রাইডিং এর সময় সেফটি গিয়ারস সহ সকল বৈধ কাগজপত্র সঙ্গে রাখার জন্য বিশেষ পরামর্শ দেন।

বক্তব্য শেষে ধন্যবাদ জানায় কিশোরগঞ্জ শাহ জালাল মটরসকে এবং এ সি আই মটরসকে। এছাড়াও বাইকারদের মাঝে পারস্পারিক ভ্রাতৃবোধ বৃদ্ধি সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।