FaceBook twitter Google plus utube RSS Feed
  

১৫ ডিসেম্বর, ২০১৫ - ৪:১৮ অপরাহ্ণ

আমি কি দেখতে এতোটাই খারাপ

x

yyyআন্তর্জাতিক ডেস্ক : এটা সত্য যে আমার বয়স হয়েছে। যৌবনের সেই রূপ আর নেই। তার মানে এই নয় যে দেখতে আমি এতোটাই খারাপ। এখনও রূপে-গুণে কোনো অংশে কম নই।” মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এভাবেই নিজের ক্ষোভের কথা জানালেন তসলিমা নাসরিন। সম্প্রতি ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘দ্য হিন্দু’ তসলিমার একটি সাক্ষাৎকার ছাপায়। যেখানে তার একটি ছবিও প্রকাশ করা হয়। এতে অনেকটাই চিন্তিত ও কৃষ্ণ ত্বকের অবয়বে দেখা যায় তাকে। ছবিটি প্রকাশের পর পর তার বয়স ও বর্তমান দৈহিক অবস্থা নিয়ে নানা রকম মন্তব্য বিস্ফোরিত হচ্ছিল। কিন্তু ছবিটি ফটোশপ করে প্রকাশ হয়েছে দাবি করে তসলিমা বলেন, এ ধরনের ফটোশপের ছবি প্রকাশ করা ঠিক হয়নি তাদের। আমি দেখতে এখনো অনেক স্মার্ট ও সুন্দর। এতো ভালো ছবি থাকতে কেন যে তারা এগুলো করে তা মাথায় আসে না। এর মাধ্যমে তাদের ‘ফেনাটিক’ অবস্থা প্রকাশ পেয়েছে।

print